Tuesday , April 23 2024

Bangladesh Police Job Circular 2022

Bangladesh Police Job Circular 2022: Are you Searching for Police Job Circular 2022? If you ‘want,’ you have come to the right place. Because Today published a new Police Job Circular by the authority of Bangladesh Police. Undoubtedly, Bangladesh Police Job Circular 2022 is excellent news for Bangladesh’s unemployed people.

Bangladesh Police Job Circular 2022

It controls all of the police working procedures around Bangladesh. The good news is that in recent times the Bangladesh police published a new job circular for hiring new jobholders. If you are interested in Bangladesh police jobs 2022, here to see and check the government job full requirements such as job position, educational qualification, application procedure, job circular image, application procedure, and more.

We know that every job, maintains some submission procedure, same this job, here we below our already mentioning major information with job circular image, just check out, hope you must easily understand all of the requirements.

 

Bangladesh Police Job Circular 2022 Job Details

Bangladesh police bring out great career opportunities to unemployed people. So, If you think you are perfect to apply for this type of job. In this case, you should submit your application to attend the specific place that has been contained in the job circular. Bangladesh Police help us to social life and that is invisible. Because man is a social being in society. We can not do anything, whatever we like to do. Bangladesh Police Job Circular 2022 has been given below.

Bangladesh Police Job Circular 2022 In Bengali

 

বাংলাদেশ পুলিশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সার্জেন্ট পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে কোনো রকম ঝামেলা ছাড়াই আবেদন করতে পারবেন।

পদের নাম : সার্জেন্ট। পদের সংখ্যা: নির্ধারিত নয়। আবেদন যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস করতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তবে (তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ নয়।) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

বয়সসীমা : প্রার্থীকে ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে। কোটায় আবেদন করলে ৩২ বছরের মধ্যে হতে হবে।

শারিকি যোগ্যতা : উচ্চতা পুরুষের ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ৫৬ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপ অনুসারে হতে হবে। দৃষ্টি শক্তি ৬/৬ হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে এই ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদন ফি : প্রার্থীদের টেলিটক সিম ব্যবহার করে ৫৫০ টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে।

পরীক্ষা গ্রহণ যেভাবে : প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই শেষে লিখিত ও মনস্তাত্ত্বাতিকসহ কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষায় উর্ত্তীণ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

মানবন্টন : লিখিত পরীক্ষায় ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশনে থাকবে ১০০ নম্বর। পরীক্ষা সময় ৩ ঘণ্টা। সাধারণ জ্ঞান ও গণিতে জন্য থাকবে ১০০ নম্বর। পরীক্ষার সময় ৩ ঘণ্টা। মনস্তত্ত্ব পরীক্ষায় থাকবে ৫০ নম্বর। পরীক্ষায় সময় ৫০।

বেতন ও সুযোগ সুবিধা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১০ম গ্রেডের নীতিমালা মতে ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। ট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা ও রেশন সামগ্রী প্রদান করা হবে।

এছাড়াও প্রচলিত নিয়ম অনুসারে উচ্চতর পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

আবেদনের সময়সীমা : ২৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত।

Bangladesh Police Job Circular 2022
Bangladesh Police Job Circular 2022

About admin

Hi, I am Shohan From Bangladesh. I collect Job Circular From Official Website and Newspaper. Topbdjobs.com Is The Largest Online Job Portal In Bangladesh. Please Stay With Us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *