Saturday , April 27 2024

প্রাইমারী নিয়োগ পরীক্ষার জন্য বিগত সালে আসা বাছাইকৃত ১২৫০টি প্রশ্নোত্তর (পর্ব-০২)

 প্রাইমারী নিয়োগ পরীক্ষার জন্য  বিগত সালে আসা বাছাইকৃত ১২৫০টি প্রশ্নোত্তর থেকে আজ ৪০০টি (৪০১-৮০০) রিভিশন দিতে পারেন….

৪০১)বিখ্যাত নাটক”মুন্তাসীর ফ্যান্টাসী”র লেখক কে?

 

Primary suggestion

 

__সেলিম আল দীন।
৪০২) বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে “কারক”বলে?
__নাম পদের।
৪০৩)”কোথায় স্বর্গ?কথায় নরক?কে বলে তা বহুদূর?মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।পঙক্তিটি কার?
__শেখ ফজলল করিম।
৪০৪) Still weters run deep.এখানে Still”শব্দটি?

__Adjective
৪০৫) 1+2+3+4+……+20=কত?
__210
৪০৬) Glass is made of (—)bottles.
__of
৪০৭) “বিষবৃক্ষ”কোন সমাস?
__কর্মধারয়(বিষ যে বৃক্ষ)
৪০৮) ২৪ কে ৭:৬ অনুপাতে বৃদ্ধি করলে
নতুন সংখ্যা কত?
__২৮
৪০৯)তিন সন্তানের বয়সের গড় ৬ বছর ও
পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর হলে পিতার বয়স কত?
__৩৪(৩*৬=১৮,১৩*৪=৫২, ৫২-১৮=৩৪)
৪১০)”সাপের খোলস”__এককথায়?
__নির্মোক।
৪১১)Latent(গুপ্ত)এর সমার্থক শব্দ__?
__Concealed(সুপ্ত)
৪১২) বৃষ্টি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
__বিষ+তি(ষষ্ঠ–ষষ্+থ)
৪১৩)শতাব্দী”কোন সমাস?
__দিগু(শত অব্দের সমাহার)
৪১৪) দুইটি রাশির অনুপাত ৫:১১।
উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
__৪৫(৯৯*৫/১১=৪৫)
৪১৫)”উন্মিলন,রুপায়ন এর শুদ্ধ বানান কী?
__উন্মীলন,রূপায়ন।
৪১৬)Let him sing a song. change voice?
__Let a song be sung by him.
৪১৭)”Do you know him?”change voice?
__Is he known to you?
৪১৮) Brief এর সমার্থক শব্দ?
__Short
৪১৯)জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী?
__ট্রিগভেলি(নরওয়ে-১৯৪৬-৫৩)
৪২০)বাংলাদেশ কততম অধিবেশনে জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ পায়?
__২৯তম(১৯৭৪ এর ১৭ এপ্রিলে)
৪২১) ইউনেস্কো(UNESCO) প্রতিষ্ঠিত হয়
কত সালে?
__১৯৪৫ সালে(কার্যকর-৪নভে:১৯৪৬)
৪২২)বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?
__১৯৯০ সালে(সেলুলার টেলি.১৯৯৩)
৪২৩)সৌরজগতের বৃহত্তর ও ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
__বৃহস্পতি ও বুধ।
৪২৪)পৃথিবীর নিকটতম গ্রহের নাম কী?
__শুক্র
৪২৫) ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?
__পক প্রণালি
(এটি বঙ্গোপসাগর ও আরব সাগরকে)
®®রমজান___
৪২৬)কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
__বায়ুচাপ
৪২৭) কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?
__সাদা রঙের বস্তু
৪২৮)কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
__কঠিন মাধ্যমে।
৪২৯)ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?
__অ্যালুমিনিয়াম(৮.১%)
৪৩০) সাবানকে শক্ত করে কোনটি?
__সোডিয়াম সিলিকেট
৪৩১)বিলিরুবিন তৈরি হয় কোথায়?
__প্লীহাতে।
৪৩২)জন্ডিস”কাকে বলে?
__রক্তে )বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বলে।
৪৩৩)গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?
__নাইট্রোজেনের
৪৩৪) মানুষের অটোজোমের সংখ্যা কত?
__২২জোড়া(২৩ জোড়া ক্রোমোজম)
৪৩৫) বিশ্বকাপ ফুলবল খেলা প্রথম কোথায় কত সালে শুরু হয়?
__১৯৩০ সালে উরুগুয়েতে।
(চ্যাম্পিয়ন উরুগুয়ে,রানার্স-আর্জেন্টিনা)
৪৩৬) বায়ুর আদ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী?
__হাইগ্রোমিটার
৪৩৭)ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিল?
__ইসলাম খাঁ(১৬১০)
৪৩৮)ময়মনসিংহ জেলার পূর্বনাম কী?
__নাসিরাবাদ।
৪৩৯)বাংলাদেশে কতটি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে?
__৪টি
(বেতবুনিয়া-১৯৭৫,তালিবাবাদ-১৯৮২,
মহাখালী-১৯৯৫,সিলেট-১৯৯৭)
৪৪০)বাংলাদেশের এক মাত্র অস্ত্র তৈরি কারখানাটি কোথায় অবস্থিত?
__গাজিপুরে-১৯৮০
৪৪১)বাংলা কোন উপন্যাস ইংরেজি”Tree
Without Roots”নামে অনূদিত হয়?
__লালসালু(১৯৬৭)
৪৪২) মরণ রে,তুঁহু মম শ্যাম সমান”পঙ্ক্তির রচয়িতা কে?
__রবীন্দ্রনাথ
৪৪৩) ১+২+৩+৪+…….+১৮=কত?
__১৭১
৪৪৪) কুটিল শব্দের বিপরীত অর্থ কী?
__সরল
৪৪৫) He deals (—-)rice.
__in (deal in অর্থ ব্যবসা করা)
৪৪৬) Anita is a good girl. girl is a__
__Common noun
৪৪৭)একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে,২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
__২০দিন(৩৫*১৬/২৮=২০দিন)
৪৪৮) উপকথা”কোন সমাস?
__অব্যয়ীভাব(কথার সদৃশ)
৪৪৯)”WHO”এর সদর দপ্তর কোথায়?
__জেনেভায়
৪৫০)টুথপেস্টের প্রধান উপাদান কী?
__সাবান ও পাউডার
#______রমজান_______
৪৫১)”সাত গম্বুজ”মসজিদের নির্মাতা ও গম্বুজ সংখ্যা কত?
__শায়েস্তা খান।গম্বুজ সংখ্যা ৩টি।
৪৫২)বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কত সালে?
__১৯৮০ সালের ১ডিসেম্বর।
৪৫৩) বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি কোথায় এবং কত সালে স্থাপিত হয়?
__রাঙ্গামাটিতে,স্থাপিত ১৯৭৫ সালে।
৪৫৪) “Sacred”-পবিত্র)এর সমার্থক শব্দ?
__Divine(স্বর্গীয়)
৪৫৫) He died(—-)over eating.
__from
৪৫৬)বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে কী বলে?
__বিভক্তি
৪৫৭) কোনগুলো সঠিক বানান?
__Surveillance(নিরীক্ষণ),
__Encyclopaedia.
৪৫৮) দুই সন্তানের বয়সের গড় ১০ বছর ও মাতারসহ তাদের বয়সের গড় ১৭ বছর
হলে, মাতার বয়স কত?
__৩১ বছর
(২*১০=২০,৩*১৭=৫১,মাতা ৫১-২০=৩১)
৪৫৯) I’m fearful(—-)enemies.
__of (fearful of অর্থ ভীত)
৪৬০)যে উপকারীর অপকার করে”
এক কথায় কী হবে?
__কৃতঘ্ন
৪৬১)ষোড়শ”গবেষণা,গায়ক,ভাবুক শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ কী?
__ষট+দশ,গো+এষণা,গৈ+অক,ভৌ+উক
৪৬২)”Do not hate the poor”Change voce?
__Let not the poor be hated.
৪৬৩) সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত?
__৭২ডিগ্রি(৫-২/৫*১৮০=১০৮-১৮০=৭২)
৪৬৪)নিরাপত্তা পরিষদের মোট সদস্য কত?
__১৫টি(স্থায়ী ৫+অস্থায়ী ১০=১৫টি)
৪৬৫)”অপরাজেয় বাংলা”ভাস্কর্যের স্থপতি কে?
__সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
(উদ্বোধন ১৯৭৯ ১৬ ডিসেম্বরে)
৪৬৬) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
__২ নং
৪৬৭)কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
__দক্ষিণ আমেরিকা।
৪৬৮) দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কত?
__১২টি।
৪৬৯)কলম্বিয়া দেশটির রাজধানীর নাম কী?
__বোগোটা(ভাষা-স্প্যানিশ,মুদ্রা-পেসো)
৪৭০)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
__কালো।
৪৭১)কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত বন্ধ করতে সাহায্য করে?
__ভিটামিন কে।
৪৭২) ২০২২ সালে বিশ্বকাপ ফুলবল কোথায় অনুষ্ঠিত হবে?
__কাতারে।
৪৭৩)বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত?
__টঙ্গী ও খুলনাতে।
৪৭৪)যে জমিতে ফসল জন্মায় না-
এক কথায় কী হবে?
__ঊষর।
৪৭৫)অর্বাচীন এর বিপরীত শব্দ কী?
__প্রাচীন
®®®রমজান®®®
৪৭৬) The word “massacre”is__
__Noun & Verb
৪৭৭) ৬,৮,১০ এর গাণিতিক গড় ৭,৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান?
__৮
৪৭৮) We need two hundred dollars
(—-)this to pay for everything.
__besides
৪৭৯) প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে?
__অশোক মুখোপাধ্যায়
৪৮০) কতটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
__৫১টি।
৪৮১) ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন?
__মির্জা আহমদ খান
৪৮২)”নাসাউ”কোন দেশের রাজধানী?
__বাহামা দ্বীপুঞ্জেরর।
৪৮৩)ম্যাক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম কী?
__সনোরো লাইন।
৪৮৪)রবীন্দ্রনাথ কত সালে নাইট”উপাধি পায় ও ত্যাগ করেন?
__পান ১৯১৫ সালে ত্যাগ করেন ১৯১৯ সালে।
৪৮৫) আধুনিক গীতিকবিতার স্রষ্টা বিহারীলালকে কে “ভোরের পাখি”উপাধি দেয়?
__রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৮৬) যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
__প্রকৃতি।
৪৮৭) Milk and water”means?
__lifeless & dull
৪৮৮) কে প্রথম বলেন,পৃথিবী একটি বিরাট চুম্বক?
__গিলবার্ট(১৬০০ সালে)
৪৮৯)কোন জারক রস পাকস্থলিতে দুধ জমাট বাঁধায়?
__রেনিন।
৪৯০) বর্তমানে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী?
__চীন।(বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ)
৪৯১) ১.২.৩.৫.৮.১৩.২১.৩৪….ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__৫৫
৪৯২)১-৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা কত?
__১১টি
৪৯৩)সর্বিপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের নাম কী?
__গামা রশ্মি।
৪৯৪) Synonymous of “Incredible”
__Unbelievable
৪৯৫) ০.২,০.০৪,০.০০৮,০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__০.০০০৩২
৪৯৬) The synonym of “brittle”
__Fragile(ভঙ্গুর)
৪৯৭)জীবদেহের অক্সিজেন গ্লোকোজ কোথায় সঞ্চিত থাকে?
__যকৃতে।
৪৯৮)প্রবকৃতিক উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কোনটি?
__বৃষ্টির পানি।
৪৯৯)পানিকে বরফে পরিণত করলে কী পরিবর্তন হয়?
__আয়তন বাড়ে।
৫০০)ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে?
__কৈলাশ শৃঙ্গের মানস সরোবর থেকে।
#____রমজান____
৫০১)প্রথম শহীদ স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কত তারিখে?
__২৩ ফেব্রুয়ারি
৫০২)প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় কত সালে?
__১৯৩০ সালে কানাডার হ্যামিলটনে

৫০৩)কমনওয়েথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
__৪ বছর পর পর।
৫০৪)কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন
“জান্নাতাবাদ”?
__হুমায়ুন
৫০৫)এভিকালচার বলতে কী বুঝায়?
__পাখি পালন বিষয়াদি
৫০৬)ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
__কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে।
৫০৭)কাজী নজরুল ইসলামের উপন্যাস কতটি ও কী কী?
__৩টি(বাঁধনহারাপত্রোপন্যাস,মৃত্যুক্ষুধা,
কুহেলিকা)
৫০৮)অপরাহ্ন”নাটকটির রচয়িতা কে?
__হুমায়ূন আহমেদ।
৫০৯)”কারক”শব্দটির অর্থ কী?
__যা ক্রিয়া সম্পাদন করে।
৫১০) কিরণ”শব্দের সমার্থক শব্দ কোনটি?
__অংশু
৫১১) ১+২+৩+৪+……..+১৯=কত?
__১৯০(১+১৯*১৯/২=১৯০)
৫১২)Anis is good (—-)cricket.
__at
৫১৩)”মধ্যাহ্ন”শব্দটি কোন সমাস?
__তৎপুরুষ(অহ্নের বা দিনের মধ্যভাগ)
৫১৪)”ইহলোকে যা সামান্য নয়”এককথায় কী হবে?
__অলোকসামান্য
৫১৫)কোনটি “Joyful” শব্দের সমার্থক শব্দ?
__Common
৫১৬)”নীরস” শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে?
__নিঃ+রস
৫১৭) দিবারাত্রি সংঘঠিত হয় কেন?
__আহ্নিক গতির জন্য।
৫১৮)বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে?
__১৯৯৯ সালের ১৭ মে,নিউজিল্যান্ডের বিপক্ষে।
৫১৯) বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম কোন দলের বিপক্ষে জয়লাভ করে?
__৭ম বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ রানে।
৫২০)মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম কী?
__স্ফিগমো ম্যানোমিটার
৫২১)পিতা ও মাতার বয়সের গড় ২০ বছর।পিতা, মাতা, ও পুত্রের বয়সের গড় ১৬ বছর হলে পুত্রের বয়স কত?
__৮ বছর
(১৬*৩=৪৮,২০*২=৪০, ৪৮-৪০=৮ বছর)
৫২২)স্মরণ”শব্দের বিপরীত শব্দ কী?
__বিস্মরণ।
৫২৩) He has lake (—-)money.
__of
৫২৪) Honesty is the best policy.বাক্যে “Honesty”শব্দটি কী?
__Abstract noun.
৫২৫)He is envious (—)my success.
__of (envious of” অর্থ কোন বিষয়ে ঈর্ষাপরায়ণ।

৫২৬) সুন্দর বনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
__রায়মঙ্গল সাতক্ষিরা জেলার নদী।
৫২৭) বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান
(বিকেএসপি)কোথায় অবস্থিত?
__সাভারের জিরানীতে অবস্থিত।
৫২৮) বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান
(বিকেএসপি) কত সালে প্রতিষ্ঠিত হয়?
__১৯৮৬ সালের ১৪ এপ্রিলে।
৫২৯) I objected (—)his proposal.
__to(objected to অর্থ কোন বিষয়ে আপত্তি জানানো)
৫৩০) “সুবচন-নির্বাসনে ও কুকিলারা” নাটক দুটির রচয়িতা কে?
__আব্দুল্লাহ আল মামুন
৫৩১)”লালবাগ”কেল্লার পূর্ব নাম কী ছিল?
__আওরঙ্গবাদ দুর্গ
৫৩২) কুমিল্লার ময়নামতিতে “শালবন”বিহার ও ‘আনন্দ”কে নির্মাণ করেন?
__অষ্টম শতকে দেবরাজা আনন্দদেব।
৫৩৩)কে কত সালে সতীদাহ প্রথা”রহিত করেন?
__রামমোহনের সক্রিয় সহযোগিতায় লর্ড
উইলিয়াম বেন্টিং ১৮২৯ সালের ৪ ডিসেম্বরে এ প্রথা বিলুপ্ত করেন।
৫৩৪) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
__বরেন্দ্র জাদুঘর(১৯১০এর ১০ডিসেম্বর)
৫৩৫) ঢাকার “শাহবাগ জাতীয় জাদুঘর”
জাতীয় জাদুঘরের মর্যাদা লাভ করে কত সালে?
__১৯৮৩ সালে ১৭নভেম্বরে।প্রতিষ্ঠিত হয়
১৯১৩ সালের ৭ আগস্টে।
৫৩৬) হিস্টোলিক চাপ”কাকে বলে?
__হৃৎপিণ্ডের সংকোচন চাপকে।
৫৩৭)”আকাবা”কোন দেশের সমুদ্রবন্দর?
__জর্ডানের।
৫৩৮)”ন্যাপ-NAPE”কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়?
__ময়মনসিংহে অবস্থিত।১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হলে নামকরণ করা হয় ১৯৮৫ সালে।
৫৩৯)’ষাট গম্বুজ’মসজিদ নির্মাণ করে কে?
__পীর খান জাহান আলী।গম্বুজ-৮১টি
৫৪০)জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি কে?
__হুমায়ুন রশীদ(১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে সভাপতি করেন)
৫৪১) শব্দের তীব্রতা নির্ণয়ের যন্ত্রের নাম কী?
__অডিওমিটার।
৫৪২)কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
__শুশুক ও ডলফিন।
৫৪৩)টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?
__অনকোলজি বলে।
৫৪৪)মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবধানের জন্য কত জনকে “বীরোত্তম”খেতাবে ভূষিত করা হয়?
__৬৮ জনকে।
৫৪৫)কোথায় সালোকসংশ্লেষণ ঘটে না?
__মূলে।
৫৪৬) ১/৩÷৪/৫*৩/৪=কত?
__৫/১৬
৫৪৭)What is opposite of”cordial”?
__Reserved
(cordial অর্থ আন্তরিক আর Reserved অর্থ গুরুগম্ভীর)
৫৪৮)দস্ত-বস্ত”কথার অর্থ কী?
__হাতে-নাতে।
৫৪৯) কলুর বলদ”কোন সমাস?
__অলুক তৎপুরুষ(পূর্বপদের বিভক্তি লোপ পায় না। যেমন,কলুর বলদ,ঘোড়ার ডিম,সোনার বাংলা)
৫৫০)”ময়নামতির চর”কাব্যগ্রন্থটি কার?
__বন্দে আলী মিয়ার।
#______রমজান______
৫৫১) বাংলাদেশের বৃহত্তম “হাকালুকি” হাওড় কোন জেলায় অবস্থিত?
__মৌলভীবাজার ও সিলেট জেলায়।
৫৫২)কচুশাকে বিশেষভাবে মূল্যবান কোন উপাদান থাকে?
__লৌহ(ভিটামিন এ, ক্যালসিয়াম অক্সালেট,অন্যান্য খনিজ পদার্থও থাকে)
৫৫৩) a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত?
__4
৫৫৪)কোন বাংলা পদে সন্ধি হয় না?
__অব্যয় পদে।
৫৫৫)নীল লোহিত”কার ছদ্মনাম?
__সুনীল গঙ্গোপাধ্যায়(১৯৩৪-২০১২)
৫৫৬) “প্রথম আলো”কার উপন্যাস?
__সুনীল গঙ্গোপাধ্যায় এর।
৫৫৭)”ওয়ারিশ”উপন্যাসের লেখক কে?
__শওকত আলী।
৫৫৮)বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি-ফারসি শব্দের ব্যবহার করেন কে?
__মোহিতলাল মজুমদার।
৫৫৯) গৃহদাহ-১৯২০” উপন্যাসের প্রধান চরিত্র ৩টির নাম কী?
__মহিম>অচলা>সুরেশ
৫৬০)বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ কে?
__বঙ্কিম চট্টোপাধ্যায়(১৮৩৮-১৮৯৪)
৫৬১)সাপের খোলসকে এককথায় কী বলে?
__নির্মোক
৫৬২) ১.১.২.৩.৫.৮ এ সংখ্যা পর অষ্টম পদ কী?
__২১(১+০=১,১+১=২,২+১=৩,৩+২=৫,৫+৩=৮,৮+৫=১৩,১৩+৮=২১)
৫৬২)কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন তাকে কী বলে?
__করণ কারক
৫৬৩) Adjective of the word”Ox” is
__Bovine
৫৬৪) Which is the noun of the word
“Try”?
__Trial.
৫৬৫) The count (—-) your help.
__upon(Count upon অর্থ নির্ভর করা)
৫৬৬) To meet trouble halfway” means?
__To be puzzled(হতবুদ্ধি হওয়া)
৫৬৭) What is the meaning of’
“soft soap”?
__Flattery for self motives
“soft soap” অর্থ নিজ কার্যসাধনে তোষামোদ করা।
৫৬৮) ৯.৩৬.৮১.১৪৪,…….ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__২২৫
৫৬৯) ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
__১৫০%
৫৭০)পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
__১৯৪৫ সালে ওপেন হাইমার
৫৭১) আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
__লুব্ধক।
৫৭২)পৃথিবীর নিকতম নক্ষত্রের নাম কী?
__প্রক্সিমা সেন্টারাই।
৫৭৩)কোথায় দিন রাত্রি সর্বদা সমান?
__নিরক্ষ রেখায়।
৫৭৪)বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কী?
__রাজ কাঁকড়া
৫৭৫)কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
__ব্রোমিন।
৫৭৬) লজ্জায় মুখ রাঙা হওয়াকে”এক কথায় কী বলে?
__আরক্তিম
৫৭৭)”ক্ষুধিত পাষাণ”কোন সমাস?
__রূপক কর্মধারয়(ক্ষুধিত রূপ পাষাণ)
৫৭৮)শীকর” শব্দের অর্থ কী?
__জলকণা
৫৭৯)”ইনকিলাব” শব্দের অর্থ কী?
__বিপ্লব,আন্দোলন,বিদ্রোহ।
৫৮০)কাকনিদ্রা”অর্থ কী?
__অগভীর সতর্ক নিদ্রা
৫৮১)নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ কী?
__সঞ্চয়ের প্রবৃত্তি
৫৮২) “Boat leg”means?
__Smuggle.
৫৮৩) “Mishap”means?
__Accident
৫৮৪)পর পর ১০টি সংখ্যার প্রথম ৫টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষ ৫টি সংখ্যার যোগফল কত?
__৫৮৫
৫৮৫)ক্যাসেটে ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?
__চুম্বক ক্ষেত্র হিসেবে।
৫৮৬)শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যাকারী একমাত্র ব্যক্তি কে?
__লি ডাক থো।
৫৮৭)উপমহাদেশের সর্বশেষ গভর্নরের নাম কী?
__লর্ড মাইন্টব্যাটেন।
৫৮৮) রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
__হেনরি ডুনাল্ড(১৮৬৩)
৫৮৯) সারা বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
__১জানু, ১৯৯৩ সালে।
৫৯০) স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
__শহীদ মিনারের
৫৯১)কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়। কম?
__বেগুনী আলো
৫৯২)বৃহস্থ সামন্তরিক কী?
__একটি আয়তক্ষেত্র
৫৯৩)”By all means” means__
__Certainly
(By all means অর্থ নিশ্চিতভাবে)
৫৯৪) Antonym of the word”futile”is?
__Useful(futile অর্থ অপ্রয়োজনীয়)
৫৯৫)পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে?
__এপসন কোম্পানি-১৯৮১
৫৯৬)জোয়ারের কত ঘণ্টা পর ভাটার সৃষ্টি হয়?
__৬ ঘণ্টা ১৩ মিনিট
৫৯৭)কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
__বালি
৫৯৮)টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙ এর ছবি ব্যবহার করা হয়?
__৩টি(লাল,সবুজ,নীল)
৫৯৯) মধুসূদনের মেঘনাদবধ কাব্যের উৎস কী?
__রামায়ণ কাহিনি।
৬০০) বাঙালির ইতিহাস বইটির লেখক কে?
__নীহাররঞ্জন রায়(১৯০৩-১৯৮১)
_____রমজান__
৬০১) বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারী হয় কত সালে?
__১৯৭৪ সালে।
৬০২) বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
__১ জানু,১৯৯২ সালে।
৬০৩)কানাডা”কোন শিল্পের জন্য বিখ্যাত?
__কাগজ।
৬০৪)কোন শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
__০.১ সেকেন্ড।
৬০৫) মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামি সম্মেলন সংস্থার সদস্য?
__উগান্ডা
৬০৬)যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেন?
__হাওয়াই।
৬০৭) যুক্তরাষ্ট্র ইউনিয়নে “হাওয়াই”অঙ্গ রাজ্যটি কত সালে যোগ দেয়?
__১৯৫৯ সালের ২১ আগস্ট।
৬০৮)<A এবং <B পরস্পর সম্পূরক কোণ। A=১১৫ডিগ্রি হলে,B=কত?
__৬৫ডিগ্রি।(B=১৮০-১১৫=৬৫)
৬০৯) The synonym of “Tedious”is__
__Dull(Tedious অর্থ বিরক্তিকর)
৬১০)বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
__ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ২য় বৃহত্তম শহর।
৬১১) “তাসের ঘর” ও “কুল কাঠের আগুন”অর্থ কী?
__ক্ষণস্থায়ী ও তীব্রজ্বালা
৬১২) ঘোটক”শব্দের অর্থ কী?
__ঘোড়া।
৬১৩)পূর্বপদে উপসর্গ বসে কোন সমাস হয়?
__প্রাদি সমাস।
৬১৪) কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
__সাধু ভাষায়।
৬১৫) বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে?
__চন্দ্রাবতী(১৫৫০ সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন।
৬১৬)”লীগ অব নেশনস”কোন সালে বিলুপ্ত হয়?
__১৯৪৬।
৬১৭) কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
__মিজোরামে।সবচেয়ে খরস্রোতা নদী।

৬১৮) কর্ণফুলী”নদীর উৎপত্তি কোথায়?
__মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে। দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার।
৬১৯)”ক্রনমিটার”কী?
__সময় নির্ণায়ক যন্ত্র।
৬২০)একজন মানুষ কী হিসেবে পৃথিবীতে সবচেয়ে কম চাপ ন্যায়?
__শোয়া অবস্থায়।
৬২১)স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল কত তারিখে?
__২ মার্চ ১৯৭১।
৬২২) “হামাস”কোন দেশের রাজনৈতিক সংঘটন?
__ফিলিস্তিনের।
৬২৩) শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
__শূন্য।
৬২৪)সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয় কখন?
__অপরাহ্ণে।
৬২৫)আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে?
__১৭৭৬ সালের ৪ জুলাই।
৬২৬)আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার
সচিবালয় কোথায়?
__অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
★রমজান★
৬২৭) কত সালে জাতীয় ৭জন বীরকে
“বীরশ্রেষ্ঠ”উপাধি দেওয়া হয়?
__১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর।
৬২৮) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
__মঈনুল হোসেন।
৬২৯)এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(ADB)’র কার্যালয় কোথায়?
__ম্যানিলা(ফিলিপাইন)
৬৩০)বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
__জামালগঞ্জে।
৬৩১) সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
__বৃহস্পতি ও বুধ।
৬৩২)পৃথিবীর পরিধি কত এবং পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব কত?
__৩৬০ডিগ্রি এবং ১৫ কোটি কি.মি.
৬৩৩)বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
__২২/৭
৬৩৪)কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটির নাম কী?
__সমকোণী ত্রিভুজ।
৬৩৫) “Bitter”শব্দটির Verb কী?
__Embitter.
৬৩৬)কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
__৪ডিগ্রি সেন্টিগ্রেডে।
৬৩৭) রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
__অক্সিজেন পরিবহন করা।
৬৩৮)পৃথিবীর ঘর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
__মধ্যাকর্ষণ বলের জন্য।
৬৩৯) ১.২.৩.৫.৮.১৩.২১.৩৪,……ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__৫৫
৬৪০) সিএফসি(CFC) কী ক্ষতি করে?
__ওজন স্তর ধ্বংস করে।
৬৪১) “কলের ছাঁটা” কোন সমাস?
__অলুক তৎপুরুষ।
৬৪২) “Encounter”শব্দটির Synonym কী?
__Battle(যুদ্ধ)
“Encounter” অর্থ সশস্ত্র প্রতিরোধ।
৬৪৩) যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে কী বলে?
__অলুক সমাস।
৬৪৪)”ক্ষমার যোগ্য”বাক্য সংকোচন কী হবে?
__ক্ষমার্হ।
৬৪৫)”Viva voce”শব্দটির অর্থ কী?
__Orally.
৬৪৬)”বিচ্ছিন্ন প্রতিলিপি” কাব্যগ্রন্থটি কার?
__মযহারুল ইসলামের।
৬৪৭)মায়াবী প্রহর”নাটকটি কার রচনা?
__আলাউদ্দিন আল আজাদ।
৬৪৮)ন্যায়দণ্ড”উপন্যাসটি কে রচনা করেন?
__জরাসন্ধ
৬৪৯)ঔদ্ধত্য”এর বিপরীত শব্দ কী?
__বিনয়।
৬৫০)পর্বত”শব্দের সমার্থক শব্দ কী?
__শিলা।
_____রমজান_____
৬৫১)”আমার প্রেম আমার প্রতিনিধি”কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
__আবুল হাসান।
৬৫২)”ওরে বিহঙ্গ”নাটকটি কার?
__জোবায়দা খানম(১৯২০-১৯৮৯)
৬৫৩)”বৈতালিক”উপন্যাসটি কে রচনা করেন?
__নারায়ণ গঙ্গোপাধ্যায়।
৬৫৪)”পরাজয়ে ডরে না বীর,
“–“পরাজয়ে”–কোন কারকে কোন বিভক্তি?
__অপাদানে ৭মী
৬৫৫) কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
__অলুক সমাসে।
৬৫৬)বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
__কর্মধারয় সমাস।
৬৫৭)”গোঁফ খেজুরে”এই বাগধারাটির অর্থ কী?
__নিতান্ত অলস।
৬৫৮)”Do you know them?”passive form হচ্ছে?
__Are they known to you?
৬৫৯) <A=৫০ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?
__৪০ডিগ্রি(৯০-৫০=৪০)
৬৬০)”Temporal” শব্দটির সমার্থক কী?
__Worldly(পার্থিব)
৬৬১) Entreaty”শব্দটির অর্থ হচ্ছে?
__Earnest request(আকুল আবেদন)
৬৬২) I concur(—) you on your decision.
__with(concur with অর্থ কারো সাথে সম্মত বা রাজি হওয়া)
৬৬৩) ১১.১৫.২৩.৩৯……ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__৭১(১১+৪=১৫,১৫+৮=২৩,২৩+১৬=৩৯,৩৯+৩২=৭১)
৬৬৪)পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে কত লিটার বায়ু ধারণ করে?
__৬লিটার।
৬৬৫) পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে?
__দূষিত খাদ্য ও পানি দ্বারা।
৬৬৬) লোহিত কণিকার আয়ুষ্কাল কত?
__১২০দিন বা ৪ মাস।
৬৬৭) পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে কতদিন লাগে?
__সাড়ে ২৯ দিন।
৬৬৮) পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের দিক কোনটি?
__পশ্চিম হতে পূর্ব দিকে।
৬৬৯)বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
__গ্যাস।
৬৭০) বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
__নাফ(দৈর্ঘ্য ৫৬ কি.মি.)
৬৭১)উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান কত তারিখে?
__২১ জুন।
৬৭২) পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্রের নাম কী?
__হাইড্রোফোন
৬৭৩) চেতনা লোপ করার জন্য কী ব্যবহার করা হয়?
__ক্লোরোফরম।
৬৭৪) বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কী?
__ব্যারোমিটার।
৬৭৫) একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হয়?
__হলুদ রঙ।
৬৭৬) বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি কী হয়?
__বাড়ে।
৬৭৭) বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
__সিলেট।
৬৭৮) উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
__নাটোরে।
৬৭৯) উত্তরা গণভবন কে কত সালে নির্মাণ করেন?
__১৭৪৩ সালে রাজা দয়ারাম।
৬৮০) উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর কে?
__স্যার এ এফ রহমান।
৬৮১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলরের নাম কী?
__লর্ড ডানডাস।
৬৮২) বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠে?
__মেসোপটেমিয়ায় বা ইরাকে।
৬৮৩) ব্ল্যাক ক্যাট”কোন দেশের কমান্ড বাহিনি?
__ভারতের।
৬৮৪)ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
__ব্রাসেলেসে।
৬৮৫) “EU এর অফিসিয়াল ভাষা কতটি?
__২৩টি।
৬৮৬) লাহোর প্রস্তাব কে কত সালে উত্থাপন করেন?
__১৯৪০ সালের ২৩ মার্চ এ.কে.ফজলুল হক।
৬৮৭)প্রথম এশীয় মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে কোন দেশ স্বীকৃতি দেয়?
__ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
(২৫ ফেব্রুয়ারি ১৯৭২ সালে)
৬৮৮) আকুপাংচার”কী?
__চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
৬৮৯)চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়িয়ায় কী আছে?
__উষ্ণ প্রস্রবণ।
৬৯০) পৃথিবীর নিকটতম গ্রহ শুক্রের সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
__২২৫ দিন।
৬৯১) আকাশ নীল দেখায় কেন?
__নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।
৬৯২) কোন বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে।ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কতদিন চলবে?
__২৫ দিন।
২ জন মেহমান আসায় লোক(১০+২=১২)
১০ জনে খায় ৩০ দিনে
১২ জনে খায় (৩০*১০/১২=২৫দান)
৬৯৩)”Joy” এর adjective কী?
__Joyous.
৬৯৪)”Natural”এর Antonym কী?
__Abnormal.
৬৯৫)”অমৃত”এর বিপরীত শব্দ কী?
__ গরল।
৬৯৬)তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে এখানে’তাস’কোন কারকে কোন বিভক্তি?
__করণে শূন্য
৬৯৭) শুদ্ধ বানান কোনগুলো?
__ষাণ্মাসিক,কৃষিজীবী, অমাবস্যা।
৬৯৮)”গৃহ” শব্দের সমার্থক কী?
__নিবাস,ভবন,ঘর,আলয়।
৬৯৯)”অর্ধচন্দ্র”অর্থ কী?
__গলাধাক্কা
৭০০) যে সমাসে ব্যাসবাক্য হয় না বা করতে গেলে অন্যপদের সাহায্য নিতে হয় তাকে কোন সমাস বলে?
__নিত্য সমাস(কেবল দর্শন=দর্শন মাত্র)
৭০১)”যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন”__
উক্তিটি কার?
__এডলফ হিটলার(১৮৮৯-১৯৪৫)
৭০২)নেপালের আইনসভার নাম কী?
__ফেডারেল পার্লামেন্ট(উচ্চকক্ষ জাতীয় পরিষদ, নিম্নকক্ষ প্রতিনিধি সভা)
৭০৩)জাতিসংঘ সনদে ৫১তম স্বাক্ষরকারী দেশ পোল্যান্ড কত তারিখে স্বাক্ষর করে?
__১৯৪৫ সালের ১৫ অক্টোবর।
৭০৪) মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করেন কে?
__এম.এ.জি ওসমানী।
৭০৫) “ঢাকা বিশ্ববিদ্যালয়”প্রথম কতটি হল নিয়ে যাত্রা শুরু করে?
__৩টি(সলিমুল্লাহ,জগন্নাথ,শহীদুল্লাহ)
৭০৭) “ঢাকা বিশ্ববিদ্যালয়”প্রথম ভাইস-চ্যান্সেলরের নাম কী?
__পি জে (ফিলিপ জোসেফ) হার্টস।
৭০৮) ০.০১*০.০২=কত?
__০.০০০২
৭০৯) সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের
আকর্ষণ শক্তি কেমন?
__দ্বিগুণ।
৭১০) মানুষের দুধ দাঁতের সংখ্যা কতটি?
__২০টি(পূর্ণবয়স্কদের ৩২টি)
৭১১) সংকর ধাতু পিতলের উপাদান কী?
__তামা ও দস্তা
৭১২) ধলেশ্বরী নদীর শাখা নদীর নাম কী?
__বুড়িগঙ্গা
৭১৩) সূর্যের প্রধান উপাদান কোনটি?
__হাইড্রোজেন
৭১৪)সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?
__পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
৭১৫) সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম কী?
__শনি।
৭১৬) বিদ্যুৎ পরিবাহকের রোধের এককের নাম কী?
__ওহম
৭১৭)’বিদ্যুৎ পরিবাহকের ক্ষমতা,চার্জ ও প্রবাহের এককের নাম কী?
__ওয়াট,কুলম্ব,অ্যাম্পিয়ার
৭১৮) ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে কোন বিন্দুতে?
__সুমেরু বিন্দুতে।
৭১৯) বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
__বগুড়ায়।
৭২০) যে বায়ু সর্বদায় উচ্চচাপ অঞ্চল হতে নিম্ন চাপে অঞ্চলে প্রবাহিত হয় তাকে কী বায়ু বলে?
__নিয়ত বায়ু।
৭২১) কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
__ফণিমনসা।
৭২২) ধানের বাদামী রোগ হয়____
__ছত্রাক দ্বারা।
৭২৩) ৮.১১.১৭.২৯.৫৩….ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__১০১
৭২৪) “Refuse” শব্দটির Noun হচ্ছে?
__Refusal.
৭২৫) Slow and steady (—) the race.
__wins
৭২৬) “Tenable”শব্দটির অর্থ কী?
__Defensible(সুরক্ষিত)
৭২৭)”To Apprise” এর অর্থ হচ্ছে–
__Inform.
৭২৮) Similar” Antonym…
__ Different.
৭২৯) Mystery(রহস্য)” synonym…
__Enigma(রহস্যময় ব্যক্তি)
৭৩০) দুটি পরস্পর ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে?
__২টি।
৭৩১)নিচের কোনটি শুদ্ধ বানান?
__Grievance,Accessible,Exhilaration
৭৩২)”Let the book be read by you? active form?
__Read the book.
৭৩৩) তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
__পর পদ
৭৩৪)”রেখো মা “”দাসেরে””মনে। দাসেরে কোন কারকে কোন বিভক্তি?
__কর্মে ২য়া
৭৩৫)”তেইশ নম্বর তৈলচিত্র”উপন্যাসটি কে রচনা করেন?
__আলাউদ্দিন আল আজাদ।
৭৩৬) ছোটদের মন”নাটকটি কার?
__আল কামাল আব্দুল ওহাব।
৭৩৭)”জুলেখার মন”কাব্যগ্রন্থটি কার?
__মোহাম্মদ মাহফুজ উল্লাহ
৭৩৮) পথের দাবী”রাজনৈতিক উপন্যাসটি কার?
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর।
৭৩৯)”দিগম্বর”কোন সমাস?
__বহুব্রীহি(দিক অম্বর যার)
৭৪০)হঠাৎ ধনী হওয়া মানে?
__আঙুল ফুলে কলাগাছ।
৭৪১) I always confind(—)you.
__ in(confind in অর্থ আস্থা স্থাপন করা)
৭৪২) কোনটি “Panic”শব্দের সমার্থক?
__Horror(ভয়/আতঙ্ক)
৭৪৩) কোনটি Gain”শব্দের সমার্থক?
__Advantage(সুবিধা)
৭৪৪)পিতা ও দুই পুত্রের বয়স ২০ বছর। দুই বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১২ বছর। পিতার বর্তমান বয়স কত?
__৩২
৭৪৫) একটি কলম ২৭০ টাকায় বিক্রি করাতে ১০% ক্ষতি হয়,তাহলে কলমটির ক্রয়মূল্য কত?
__৩০০ টাকা।
৭৪৬) (০.০০২)2=কত?
__০.০০০০০৪
৭৪৭)4×2-12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
__৯
৭৪৮) কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
__ভরকেন্দ্র।
৭৪৯) জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
__ইউরিয়া।
৭৫০)ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছেন?
__নেবুচাঁদ নেজার।
_____রমজান_____
৭৫১) একদিনের ক্রিকেট(ODI) কবে থেকে শুরু হয়?
__১৯৭১ সালের ৫ জানুয়ারিতে অস্ট্রেলিয়ায়।
৭৫২)কত সালে বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জিতে?
__১৯৯৮ সালে।
৭৫৩)লালবাগ শাহী মসজিদ বা ফররুখ শিয়ার মসজিদ কে নির্মাণ করেন?
__যুবরাজ মোহাম্মদ আযম।
৭৫৪) বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে?
__২৬ মার্চ ১৯৭১ সালে।
৭৫৫) বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
__তাহমিনা খানম ডলি(শ্রীলংকা-১৯৮০)
৭৫৬)কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়াশার
গভীরতা নির্ণয় করা হয়?
__প্রতিধ্বনির সাহায্যে।
৭৫৭) সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
__৭৬ সে.মি.
৭৫৮)সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে?
__লাল আলোতে।
৭৫৯)পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
__অক্সিজেন(৪৫.৪৬%),সিলিকন(২৭.৬১)
৭৬০)বাংলাদেশে কোন উপজাতি মুসলমান?
__পাঙন উপজাতি।
৭৬১)”বীণাপাণি”কোন সমাস?
__বহুব্রীহি(বীণা পাণিতে যার)
৭৬২)”বসন্তকুমারী”নাটকটি কার?
__মীর মশাররফ হোসেনের।
৭৬৩)”সুন্দরের একটি বেশেষ আকর্ষণ শক্তি আছে।” ‘সুন্দর’ কোন পদ?
__বিশেষ্য।
৭৬৪)”কাননে কুসুম কলি সকলি ফুটিল–
“কাননে”কোন কারকে কোন পদ?
__অধিকরণে ৭মী।
৭৬৫) ০.০০০৩ এর বর্গমূল কত?
__০.০১
৭৬৬) “Franchise”শব্দটির synonym কী?
__Privilege(বিশেষ সুবিধা)
৭৬৭)দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট সে কোণের নাম কী?
__প্রবৃদ্ধ কোণ।
৭৬৮) Now-a-days many villages are lit(—) electricity.
__by(lit by electricity বিদ্যুৎ দ্বারা আলোকিত হওয়া বা করা)
৭৬৯)দুইটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফলের ১১ গুণ।সংখ্যা দুটি কত?
__১৮৫, ২২২।
৭৭০) সুন্দর বনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
__রায়মঙ্গল।
৭৭১) মহানন্দা নদীর উপনদীর নাম কী?
__পদ্মা।
৭৭২) জাপান পার্লহারবার আক্রমণ করেন কত সালে?
__৭ ডিসেম্বর ১৯৪১
৭৭৩) ভূ-ত্বকে কোন উপাদান সবচেয়ে কম?
__সোডিয়াম।
৭৭৪)কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
__৪ ডিগ্রি সে.গ্রে.
৭৭৫) কোন রঙের আলোতে বিচ্যুতি সবচেয়ে কম?
__লাল।
৭৭৬) বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করেন?
__১৯৭২ সালে।
৭৭৭) মঙ্গলগ্রহে প্রেরিত নবযান কোনটি?
__ভাইকিং।
৭৭৮) টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?
__অনকোলজি।
৭৭৯) প্রথম এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
__নয়াদিল্লীতে।
৭৭৯) কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
__দক্ষিণ আমেরিকা।
৭৮০) ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
__অ্যালুমিনিয়াম।
__রমজান__
৭৮১) ভূ-কম্প পরিমাপের যন্ত্রের নাম কী?
__সিসমোগ্রাফ
৭৮২) আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম কী?
__সাঙ্গু নদী।
৭৮৩) ব্যাঙের ছাতা কোন শ্রেণির উদ্ভিদ?
__ছত্রাক।
৭৮৪) সিরডাব এর সদরদপ্ত কোথায়?
__ঢাকায়।
৭৮৫)নিচের কোনগুলো একবীজ পত্রী উদ্ভিদ?
__ভুট্টা,নারিকেল,গম।
৭৮৬) যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
__পদ্মায়।
৭৮৭) ব্যাঙের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
__৩টি।
৭৮৮)”Incredible”synonym?
__Unbelievable.
৭৮৯) নজরুলের সঞ্চিতা(১৯২৮) কাব্যে কতটি কবিতা ও গান রয়েছে?
__৭৮টি।

৭৯০)”সবিতা”শব্দের অর্থ কী?
__সূর্য
৭৯১)মালদ্বীপের মুদ্রার নাম কী?
__রুপিয়া।ভাষা দিভেহী।
৭৯২) মালদ্বীপ কত সালে স্বাধীনতা অর্জন করেন?
__১৯৬৫ সালে।
৭৯৩) কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?
__রাষ্ট্রপতির।
৭৯৪)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
__কালো।
৭৯৫) হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি?
__ফসফরাস।
৭৯৬) তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
__ভিটামিন “সি”।
৭৯৭) সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কী?
__তামা ও টিন।

লেখণীস্বত্তঃ রমজান আলী

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *