Thursday , March 28 2024

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩০ মে পর্যন্ত বাড়লো

দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ১৬ মে পর্যন্ত অফিসগুলোর ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদের বন্ধ থাকার কথা। তাই আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৩০ মে পর্যন্ত আপাতত বৃদ্ধি করছি। সে সময় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা সবাইকে জানানো হবে।

Educational Institution Notice
Educational Institution Notice

গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা এক প্রজ্ঞাপনে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ছে বলে জানানো হয়।

দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। যখন করোনার প্রকোপ থাকবে না, তখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

সুত্রঃ দৈনিক শিক্ষা

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *