Thursday , April 25 2024

Student Scholarship Notice 2021 | ৬ষ্ঠ শ্রেণি-মাস্টার্স পর্যায়ের সকল শিক্ষার্থীরা উপবৃত্তির আবেদন শুরু

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ

 

আবেদন করা যাবেঃ ১৫ই মার্চ ২০২১ তারিখ পর্যন্ত।
উল্লেখ্য, এই অনুূদানে ৬ষ্ঠ থেকে স্নাতক পযার্য়ের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ থাকলেও, শিক্ষার্থীদের এ বিশেষ অনুদান দেওয়ার ক্ষেত্রে দুঃস্থ, প্রতিবন্ধী, অসহায়, রোগগ্রস্ত, গরিব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে। কর্তৃপক্ষ কাদের সিলেক্ট করবে,অনুদানের পরিমাণ কত হবে এই বিষয়ে স্পষ্ট কোনো বিজ্ঞপ্তিতে প্রকাশ করেনি!

 

stepend apply form
stepend apply form

 

 

 

 

👉 আবেদন করতে পারবেঃ ৬ষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক বা সমমান পর্যায়ে সকল শিক্ষার্থীরা।
👉 আবেদনের সময়সীমাঃ ১৫ই মার্চ ২০২১ পর্যন্ত
★ ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন করার লিংকঃ https://eksheba.gov.bd/service/?id=BDGS-1611115830
 
সরকারী অর্থায়নে ফ্রি কম্পিউটার আইটি কোর্স সার্টিফিকেট ও ১০,০০০ টাকা বৃত্তি
বিস্তারিত এই লিংকে
👉Click Here
***প্রয়োজনীয় কাগজপত্রঃ
১/ বর্তমানে যে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেখান থেকে প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র।
২/ নিজের আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সনদের নম্বর।
 
ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ সুযোগ! সম্পূর্ণ ফ্রি তে কানাডায় ১২ লক্ষ লোক নিবে
আবেদনের জন্য এই লিংকে ক্লিক করুন👉Click Here
 
৩/ পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর

৪/ ইমেইল এড্রেস
৫/ সচল মোবাইল নম্বর (অবশ্যই নগদ একাউন্ট সচল থাকতে হবে! নাহ থাকলে,খুলে নিবেন)
★ আবেদন ফরম পূরণের নিয়মাবলীঃ
**আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক। নিচের স্কিনশটের চিহ্নিত অপশনগুলো অনুসরণ করতে পারেন।
👉 শুরুতে (https://eksheba.gov.bd/service/?id=BDGS-1611115830 ) লিংক-এ প্রবেশ করে নিবন্ধন অপশনে ক্লিক করে সচল মোবাইল নম্বর ও পূর্ণ নাম দিয়ে নিবন্ধন সম্পূর্ন করুন।

👉 পরের ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর / জন্ম নিবন্ধন সনদের অনলাইন নম্বর ও জন্ম তারিখ দিয়ে পরবর্তী ধাপে যান।
👉 এই ধাপে ‘সহয়তা/ভাতা/অনুদান’ অপশনে ক্লিক করে ৩৮ নং ‘শিক্ষার্থীদের আর্থিক অনুদান’ অপশনে ক্লিক করবেন।
 
ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ সুযোগ! সম্পূর্ণ ফ্রি তে কানাডায় ১২ লক্ষ লোক নিবে
আবেদনের জন্য এই লিংকে ক্লিক করুন👉 Click Here

 

👉 এরপরের ধাপে আপনার সকল তথ্য এবং প্রত্যয়নপত্র আপলোড করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
**আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
*** আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
***প্রত্যয়ন পত্র আপলোডের জন্য (সর্বোচ্চ ফাইলের আকার ১০ মেগাবাইট। অনুমোদিত ফাইল এক্সটেনশান সমূহ: gif, png, jpg, jpeg, pdf)
 
সরকারী অর্থায়নে ফ্রি কম্পিউটার আইটি কোর্স সার্টিফিকেট ও ১০,০০০ টাকা বৃত্তি
বিস্তারিত এই লিংকে
👉Click Here

👉 সেবা প্রদানের সময়সীমা ১২০ কার্যদিবস। মোবাইল ব্যাংকিং(নগদ) পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে। স্নাতক/সমমান পর্যায়ে অনুমোদিত বাজেট এর উপর নির্ভর করে একজন শিক্ষার্থী প্রতি সর্বোচ্চ 10000/- টাকা মঞ্জুর করা যাবে।
 
notice

 

 
 

 

 
 
বিঃদ্রঃ প্রত্যয়ন পত্র ছাড়া চেষ্টা করলে আবেদন করা যাবে নাহ —পরিশ্রম সবই বৃথা যাবে৷
 
ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ সুযোগ! সম্পূর্ণ ফ্রি তে কানাডায় ১২ লক্ষ লোক নিবে
আবেদনের জন্য এই লিংকে ক্লিক করুন👉Click Here

 

উল্লেখ্য, ইহা প্রধানমন্ত্রীর ট্রাস্ট কর্তৃক স্নাতক ডিগ্রী পর্যায়ে দেওয়া উপবৃত্তির আবেদন নয়! স্নাতক ডিগ্রী পর্যায়ে ২০১৯-২০ সেশন ১ম বর্ষ নিয়মিত শিক্ষার্থীরা এবং ডিগ্রিতে অধ্যায়নরত অন্যান্য শিক্ষার্থীরা, যারা আগে আবেদন করতে পারেননি তাদের উপবৃত্তির আবেদনের সুযোগ ২০২১ সালের আগস্ট/সেপ্টেম্বর মাসে দেওয়া হবে! 
 
👉 সত্যতা যাচাই করুন, মাউশির অফিশিয়াল ওয়েবসাইটেঃ
★ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট নোটিশ লিংকঃhttp://www.shed.gov.bd/site/view/notices

 

 
সরকারী অর্থায়নে ফ্রি কম্পিউটার আইটি কোর্স সার্টিফিকেট ও ১০,০০০ টাকা বৃত্তি
বিস্তারিত এই লিংকে
👉Click Here

About Staff Reporter

One comment

  1. আমি সন্মান ১ম বর্ষের ছাত্র। আমি কি আবেদন করতে পারবাে???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *