Saturday , September 24 2022

এইচএসসির ফলাফল প্রকাশ ডিসেম্বরে, ভর্তি জানুয়ারিতেঃ শিক্ষামন্ত্রী

 এইচএসসির ফলাফল প্রকাশ ডিসেম্বরে, ভর্তি জানুয়ারিতে শুরু হবে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবার সরাসরি এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না, তবে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করে ফলাফল দেয়া হবে।
বুধবার দুপুর সোয়া ১টায় অনলাইনে ব্রিফংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

hsc result
hsc result


তিনি জানান, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ফলের ভিত্তিতে এ ফল মূল্যায়ন করা হবে। তা ডিসেম্বরের মধ্যে জানিয়ে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মন্ত্রী আরও বলেন, ডিসেম্বরে এইচএসসির রেজাল্ট দেয়া হবে। যাতে করে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক প্রমুখ।

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published.